• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট আতঙ্ক

ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট আতঙ্ক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার রাস্তা ৬ লেনে রুপান্তরিত হয়েছে। তার ওপর কয়েকটি আন্ডারপাসও চালু রয়েছে। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩কিলোমিটার সড়ক দু`লেন থাকার কারণে ৬ লেনের যানবাহনের চাপ সামাল দেয়া সম্ভব হয়না। ফলে ঈদে অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো যাত্রীদের। এছাড়াও ঈদ উপলক্ষে  ফিটনেসবিহীন যানবাহন বেড়ে যাওয়া, সেতু পশ্চিম সংযোগ সড়কে সংস্কার কাজ চলমান থাকা এবং চালকদের নিয়ন্ত্রণহীন যানবাহন চালানোর ফলে মাইলের পর মাইল গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়। এবারও ঈদে যানজট আতঙ্ক যাত্রীদের। সড়কে পুলিশের নজরজারি বৃদ্ধি দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। 

১২:৫৯ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার